খেলাধুলা

সিরিজে সমতা আনতে ‘সক্ষম’ শ্রীলঙ্কা

অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়াই প্রথম টেস্টে খেলেছিল শ্রীলঙ্কা। গলে অনুষ্ঠিত ওই টেস্টে ভারতের কাছে ৩০৪ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল স্বাগতিকরা। আর তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বিরাট কোহলির দল।

Advertisement

আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। কলম্বোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে লঙ্কানরা পাচ্ছে তাদের নিয়মিত অধিনায়ক চান্দিমালকে। ঘুরে দাঁড়ানোই লক্ষ্য স্বাগতিকরা। এর জন্য নিজেদের সেরা উজাড় করে দিতে মুখিয়ে রয়েছে তারা।

অধিনায়ক চান্দিমালও চান দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সমতায় ফিরতে। বলেন, ‘আমরা তিন দিন ধরে ট্রেনিং করছি। সবার মনের অবস্থাই ভালো। সিরিজে সমতা আনতে সক্ষম শ্রীলঙ্কা। এই বিশ্বাস আমাদের আছে যে, ভারতকে হারাতে পারি। আমাদের দলে কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে।’

এদিকে, ভারতের উইনিং কম্পিনেশনে আসছে পরিবর্তন। অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ওপেনিংয়ে লোকেশ রাহুলকে আনতে চান। দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার ইনজুরির কারণে খেলতে পারেননি প্রথম টেস্ট।

Advertisement

এনইউ/এমএস