জাতীয়

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ব্যবসায়ীর নাম মো. রাকিব। রাকিব ইয়াবা ট্যাবলেটগুলো একটি ট্রাকের (ঢাকা-ট-১৮-৬৩৬৫) মধ্যে লুকিয়ে রেখেছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব পুলিশকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ইয়াবা পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন।ডিবির পূর্ব জোনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফুল হকের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। রাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এআর/বিএ/এমএস

Advertisement