রিয়ালে কার্লো আনচেলত্তিকে রাখার পক্ষে ছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোর পছন্দকে পাত্তা না দিয়েই আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল। এর ফলেই মাদ্রিদ ছেড়ে নতুন কোন ক্লাবে যাওয়ার সম্ভবনাটা আরও বহুগুনে বেড়ে গেছে রোনালদোর। বৃটিশ একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, গত সপ্তাহেই কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। তার উত্তরসুরী হিসেবে সান্তিয়াগো বার্নাব্যূতে আসছেন রাফায়েল বেনিতেজ। আর গ্যারেথ বেলের প্রতি রাফায়েল বেনেতেজের প্রতি দূর্বলতা আছে। যে কারণে রোনালদোর চেয়ে বেলকেই প্রাধান্য দিবেন বেনিতেজ। তাই রিয়াল ছাড়ার এটাই রোনালদোর সঠিক সময়।এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসিই রোনালদোকে দলে ভেড়াতে মরিয়া। অভিজ্ঞ কোচ হোসে মরিনহোরও রোনালদোর প্রতি ভালোবাসার টান রয়েছে। তাই প্রিয় শিষ্য রোনালদোকে আবারও নিজের দলে চাচ্ছেন স্পেশাল ওয়ান। এমআর/এমএস
Advertisement