দারুণ ফর্মেই ছিলেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। শ্রীলঙ্কায় গিয়েও তার ব্যাট কথা বলেছিল। প্রস্তুতি ম্যাচে লঙ্কান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন।
Advertisement
দুর্ভাগ্য রাহুলের। ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি ২৫ বছর বয়সী ওপেনার। তাকে ছাড়াই অবশ্য গল টেস্টে বড় জয় পায় ভারত।
আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ওই টেস্টে উইনিং কম্পিনেশন ভাঙতে যাচ্ছে ভারত। একাদশে ফিরছেন লোকেশ রাহুল। তিনি একাদশে ঢুকলে ওপেনিংয়ে জায়গা ছেড়ে দিতে হচ্ছে শিখর ধাওয়ান কিংবা অভিনব মুকুন্দকে।
আগের ম্যাচে ১৯০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। আর মুকুন্দ দ্বিতীয় ইনিংসে করেছেন ৮১ রান। সুতরাং অভিজ্ঞতায় এগিয়ে থাকা ধাওয়ানের বাদ পড়ার সম্ভাবনা কম। তাই বাদ পড়তে পারেন মুকুন্দ।
Advertisement
দ্বিতীয় টেস্টের একাদশে রাহুলের ফেরা নিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই রাহুল আমাদের দলের প্রতিষ্ঠিত ওপেনার। আমি মনে করি, তার মতো একজন ওপেনার থাকা দলের জন্য ভালো। গত দুই বছর আমাদের দলের জন্য অনেক কিছুই করেছে। প্রত্যাবর্তন তারই প্রাপ্য। টেস্টে ওপেনিংয়ে তাকে দেখা যাবে।’
এনইউ/জেআইএম