মালয়েশিয়ায় দুই দিনের সফরে এসেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভূমিমন্ত্রীকে স্বাগত জানান হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল প্রমুখ।
Advertisement
এদিকে বিমানবন্দরে ফুল দিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা।
ভূমিমন্ত্রী বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং প্রবাসে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি দাতু আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন জেমস, সাংগঠনিক সম্পাদক সোহাগ সরকার, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার প্রমুখ।
Advertisement
এমআরএম/জেআইএম