দেশজুড়ে

কলেজ ছাত্রীদের উত্যক্ত করায় আটক ৬

জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্রীদের উত্যক্তের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল ক্যাম্পাসে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।আটকেরা হলেন- স্থানীয় একটি নির্মাণ কারখানার শ্রমিকদের সুপারভাইজার আব্দুল হাই (৪৫), নিরাপত্তাকর্মী মো. রফিকুল ইসলাম (৫৬), ফরহাদ হোসেন (২২), নির্মাণ শ্রমিক এখতিয়ার উদ্দিন (২৯), সাদ্দাম হোসেন (২০) ও ফারুক হোসেন (২০)।গাজীপুরের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের পাশেই একটি নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে ওই ভবনের নির্মাণ শ্রমিক, নিরাপত্তাকর্মী ও সুপারভাইজার ছাউনী বানিয়ে থাকেন।তিনি বলেন, আটকেরা বেশ কিছুদিন ধরে ছাউনী থেকে ছাত্রীদের কক্ষের দিকে টর্চ জ্বালিয়ে অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণ করে আসছিলেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এর কোনো প্রতিকার পাননি।সব শেষে ঘটনাটি একছাত্রী তার আত্মীয়কে জানালে তিনি শুক্রবার দুপুরে ওই সব তথ্য উল্লেখ করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে ঘটনাটির খবর পুলিশের কাছে আসলে বিকেল সাড়ে ৫টার দিকে দুই প্লাটুন পুলিশ নিয়ে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি টর্চলাইট উদ্ধার করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এলএ

Advertisement