খেলাধুলা

রাজশাহীর প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত : মুশফিক

মুশফিকুর রহীমের জন্ম বগুড়ায়। যার অবস্থান- রাজশাহী বিভাগে। এবার সেই রাজশাহীর দলের (রাজশাহী কিংস) হয়ে খেলবেন। বলার অপেক্ষা রাখে না যে, মুশফিক এতে বেশ রোমাঞ্চিত। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক জানালেন, রাজশাহীর প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

Advertisement

মুশফিকের ভাষায়, ‘আমার মনে হয়, বিপিএলে যে প্রতিযোগিতা থাকে সেটা অন্যরকম। এটার জন্য অনেকেই অপেক্ষা করে। তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক খেলোয়াড়ের সান্নিধ্য পায়, এটা অনেক বড় পাওয়া। এটার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকবে। সবাই চায় নিজ নিজ এলাকার হয়ে খেলতে। রাজশাহীর প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই গর্বিত।’

পেশাদার ক্রিকেটের সঙ্গে তরুণদের খাপ খাইয়ে নেয়ার জন্য বিপিএলকে বড় মঞ্চ হিসেবে দেখছেন মুশফিক। বলেন, `আমার মনে হয় যে ফরম্যাটে খেলা হচ্ছে, বিপিএল খেলে আমাদের খাপ খাইয়ে নিতে কষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ পেশাদার হিসেবে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। টেস্ট খেলেই ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে হচ্ছে। আর বাংলাদেশ দল যেভাবে খেলছে তাতে কষ্ট হওয়ার কথা নয়।’

‘জাতীয় দলের প্রস্তুতি নিয়ে আমরা সিরিয়াস। যে ফরম্যাটেই খেলি না কেন, সব জায়গায় আমাদের মনোযোগ দৃঢ় থাকে। আর এটা অন্য রকম একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের সব সময় টি-টোয়েন্টি খেলার সুযোগ হয় না। সেদিক দিয়ে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ।’-যোগ করেন মুশফিক।

Advertisement

বিপিএলে চার নাকি পাঁচজন বিদেশি? এক্ষেত্রে রাজশাহী কিংসের পক্ষ থেকে চারজনের কথা বলা হয়েছিল। তার ব্যাখ্যায় মুশফিক বলেন, ‘রাজশাহীর পক্ষ থেকে আমরা চারজন বিদেশির ব্যাপারে মত দিয়েছিলাম। তিন দল চারজনের পক্ষে মত দিয়েছিল, চার দল পাঁচজনের পক্ষে মত দিয়েছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠের জয় হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা চেয়েছিলাম একজন লোকাল প্লেয়ার বাড়ুক।’

এনইউ/এমএস