আন্তর্জাতিক

খাকান আব্বাসি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) মনোনীত শহীদ খাকান আব্বাসি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটির পার্লামেন্টে মঙ্গলবার সংসদ সদস্যদের ভোটাভুটিতে ২২১ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisement

গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য হিসেবে ঘোষণা দেয়ার পর মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নওয়াজ পদচ্যুত হওয়ার পর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিএমএল-এন খাকান আব্বাসিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়।

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে নওয়াজ শরিফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দেয়া রায় পড়ে শোনান স্পিকার। রাষ্ট্রের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন তিনি।

এসময় স্পিকার সাদিক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লড়াইয়ে বৈধ প্রার্থীরা হলেন, শহীদ খাকান আব্বাসি, নাভিদ কামার, শেখ রশিদ আহমেদ ও সাহিবজাদা তরিকুল্লাহ।

Advertisement

পরে জাতীয় পরিষদে পিএমএল-এন’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় শহীদ খাকান আব্বাসির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২৬০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে ২২১ ভোট পড়েছে আব্বাসির পক্ষে।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ দায়িত্ব নেয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্বাসি। পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত ৪৫ দিন এ পদে বহাল থাকবেন তিনি।

পাকিস্তানের সাবেক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী খাকান আব্বাসির বিরুদ্ধে ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই সময় দেশটির ন্যাশনাল অ্যাকিউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) দায়েরকৃত মামলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির একটি চুক্তিতে ২০০ কোটি ডলার দুর্নীতির প্রধান সন্দেহভাজন ছিলেন তিনি।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও বিতরণে একটি কোম্পানির সঙ্গে চুক্তিতে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলার রেফারেন্স দিয়ে সোমবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের হাইকোর্টে পিটিশন দায়ের হয়েছে। পিটিশনে আব্বাসিকে ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে অযোগ্য’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

Advertisement

সূত্র : ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস/এমএস