ভারতের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শেষে হোটেলে বাঁ চোয়ালের ওপরে আঘাত পান রুবেল হোসেন। তার চোটটা চোখ ও কানের মাঝামাঝি জায়গায়। এজন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল। এই ইনজুরির কারণে বেশ কিছুদিন তাকে থাকতে হয়েছিল মাঠের বাইরে।
Advertisement
আবার মাঠে ফিরেছেন রুবেল হোসেন। যোগ দিয়েছেন অনুশীলনে। ভক্তদের সুসংবাদই দিলেন দ্রুতগতির এই বোলার। জানিয়েছেন, পুরো রান-আপে বোলিং শুরু করেছেন তিনি। পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে দলে অবদান রাখতে ব্যাটিং প্রাকটিসটাও শুরু করে দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংবাদিক লাউঞ্জে বসে আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে রুবেল বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। পুরো রান-আপে বোলিং করেছি আজ। আগের দিন শর্ট রান আপে করেছিলাম, তবে ইনটেনসিটি হাই ছিল। আজকে পুরো রান আপে করলাম। কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করিনি।’
নির্বাসন চলাকালে বোলিং কোচের সঙ্গে সেশন মিস করেছেন রুবেল। সেই আক্ষেপই ঝরল তার কণ্ঠে। জানালেন- সামনে যে সময় রয়েছে, তা পুরোপুরি কাজে লাগাতে চান রুবেল, ‘এখনও অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কয়টা দিন অনুশীলন আছে, তার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’
Advertisement
এনইউ/পিআর