দেশজুড়ে

বিরামপুর সীমান্তে তিন বাংলাদেশি আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তে এক শিশুসহ তিন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুর ১২টায় সীমান্তের মেইন পিলার ২৯০/৪৭এস এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, অবৈধ্যভাবে ভারত ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন ওই তিনজন। ২৯ বিজিবির আধিনায়ক লে. কর্নেল কোরবান আলী শিশুসহ তিন বাংলাদেশিকে আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন।আটককৃতরা হলেন নওগা জেলার পত্নীতলা উপজেলার নজিপুর গ্রামের স্বীদ্দি শিকদারের স্ত্রী দেবী শিকদার (৪০), গৌতম হাওলদারের স্ত্রী কৃষ্ণা হাওলদার (২৩) এবং গৌতম হাওলদারের তিন বছরের শিশু কন্যা কনিকা হাওলদার।বিজিবির দাউদপুর বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন জানান, আটককৃতরা সবাই গত কয়েকদিন আগে বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। দুপুরে ভারতীয় এক আদিবাসী নারী দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।এমদাদুল হক মিলন/বিএ/পিআর

Advertisement