বিনোদন

কে জানতো গানের মতো হবে তাহসান-মিথিলার জীবন!

বছর তিনেক আগে তাহসান গেয়েছিলেন ‘শুনেছি আমি, তুমি ভালোই আছ/ ভুলে গেছ আমায়, আবার ভুলতে শিখেছ/ বল তুমি ছাড়া আর কে আছে আমার সকালে’ - শিরোনামের গানটি। তার সঙ্গে গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন মিথিলাও। গাওয়ার পাশাপাশি গানের কথাগুলোও লিখেছিলেন তাহসান-মিথিলা।

Advertisement

গানটি প্রকাশ হয়েছিল তাহসানের অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’-এ। এটি এই দম্পতির ভক্তদের হৃদয় জয় করেছিলো। কিন্তু সেই হৃদয় ভেঙে গেছে তাহসান-মিথিলার বিচ্ছেদে। বিভক্ত হয়ে গেছেন দুই তারকার ভক্তরাও। এখন তাদের অনেক অভিমান।

সেই অভিমান দেখা গেল পুরনো গানটি নতুন করে প্রকাশ হওয়ার পর। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউবে তাহাস-মিথিলার গাওয়া গানটি সম্প্রতি নতুন করে আপ করা হয়েছে। মন্তব্যের ঘরে ভক্তরা দুই তারকার ডিভোর্স নিয়ে আলোচনায় মেতেছেন। তারা মেনে নিতে পারছেন না এ জুটির বিচ্ছেদ। মন্তব্যে ঝরে পড়ছে অভিমান।

এক ভক্ত লিখেছেন, ‘যতবার তাদের কথা চিন্তা করি, ততবার মনের ভেতরে তাদের জন্যে কষ্ট হয়। আগে তাদের গান শুনে নিজের কষ্ট কিছুটা দূর হতো, আর এখন তাদের গান শুনলে আমার কষ্ট লাগে তাদের জন্যে।’

Advertisement

জয়নাল আবেদিন লেখেন, ‘যারা ছিল ভালো থাকার অনুপ্রেরণা আজ তারাই ভালো নেই। কে জানতো তাদের গানগুলো একদিন তাদের জীবনের সাথে মিলে যাবে। সত্যি খুব কষ্ট লাগে।’

প্রসঙ্গত, ২০০৪ সালে তাহসান-মিথিলার প্রেম হয়। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের সুখের দাম্পত্যের আলো হয়ে ছিলো কন্যা সন্তান আইরা তাহরিম খান। কিন্তু দীর্ঘদিন ধরেই গুজব ছিলো সংসার ভাঙছে তাহসান-মিথিলার।

অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে গেল ২০ জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান ঘর ভাঙার বিষয়টি নিশ্চিত করেন। মিথিলার সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’

এলএ

Advertisement