বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি পার্সোনেল ম্যানেজমেন্ট-১ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
Advertisement
বদলি পুলিশ কর্মকর্তাদের মধ্যে হাইতি মিশন থেকে প্রত্যাগত সিএমপি’র তানজিলা সিদ্দিককে সিএমপি চট্টগ্রাম, মিশন হতে প্রত্যাগত সহকারী পুলিশ কমিশনার ৬ষ্ঠ এপিবিএন’র মোহাম্মদ তৌফিকুল ইসলামকে সহকারী পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল -খাগড়াছড়ি, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার বদরুজ্জামান জিল্লুকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি -ঢাকা, বিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদকে সিনিয়র সহকারী পুলিশ সুপার -সিআইডি, টিঅ্যান্ডআইএম’র সহকারী পুলিশ সুপার মো. সফিকুর রহমানকে সহকারী পুলিশ সুপার -এসপিবিএন, এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো. মতিউর রহমানকে সহকারী পুলিশ সুপার এসপিবিএনে বদলি করা হয়েছে।
এ ছাড়াও ৪র্থ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তারকে ইনসার্ভিস ট্রোনিং স্কুল -বগুড়া, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে পীরগঞ্জ সার্কেল -ঠাকুরগাঁও, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় ৮ এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহম্মদ শিবলী কায়সারকে সিনিয়র সহকারী পুলিশ সুপার -র্যাব, ১১ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার ফারজানা ইমরোজকে সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর -ঢাকা।
সিআইডি’র সহকারী পুলিশ সুপার মো. আলম সরকারকে সহকারী পুলিশ সুপার ৭ এপিবিএন -সিলেট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় ৮ এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পিটিসি -খুলনা, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার প্রশান্ত পালকে সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল হিসেবে নোয়াখালীতে বদলি করা হয়েছে।
Advertisement
এআর/আরএস/পিআর