পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে সহজ জয়ের পথে রয়েছেন শহীদ খাকান আব্বাসি। নওয়াজ শরিফের পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আব্বাসি। তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।
Advertisement
আজ জাতীয় পরিষদে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। পিএমএল-নওয়াজ সংখ্যাগরিষ্ঠ জাতীয় পরিষদের নির্বাচনে খাকান আব্বাসিই নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
খাকান আব্বাসি ছাড়াও বিরোধী দলের আরও পাঁচ প্রার্থী প্রধানমন্ত্রী পদের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পানামা পেপার্স কেলেঙ্কারিতে দুর্নীতির দায়ে পদচ্যুত নওয়াজ শরিফের পর অন্তর্বতী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী শাহিদ খাকন আব্বাসি।
আব্বাসির বিরুদ্ধে লড়াইয়ে মঙ্গলবার মনোনয়পত্র জমা দিয়েছেন পাঁচ প্রার্থী। শহীদ খাকান আব্বাসির বিপক্ষে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাইদ খুরসীদ শাহ এবং সাইদ নাভেদ কামার, আওয়ামী মুসলিম লীগের (এএমএল) শেইখ রাশিদ আহমেদ। তাকে সমর্থন করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। এছাড়া আরও যারা আছেন তারা হলেন জামাত -ই- ইসলামের (জেআই) শাহিবজাদা তরিকুল্লাহ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) কিশর জেহরা।
Advertisement
স্পিকার আয়েজ সাদিক সব মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। সে সময় শেইখ রাশিদ আব্বাসির মনোনয়নের বিষয়ে আপত্তি জানান। কারণ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির বিরুদ্ধে ২শ কোটি ডলার দুর্নীতির তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)।
কিন্তু রাশিদের এই আপত্তি প্রত্যাখ্যান করা হয়েছে। তাকে উপযুক্ত ফোরামে বিষয়টি উত্থাপন করতে বলেছেন স্পীকার।
প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট মামুন হুসেন ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। এর আগে সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেছে বিরোধীরাও।
টিটিএন/পিআর
Advertisement