মিয়ামি থেকে মেসি-সুয়ারেজরা বার্সেলোনায় ফিরলেও বিজ্ঞাপন চুক্তির অংশ হিসেবে চীনের সাংহাই যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এরপরই গুঞ্জন ওঠে বার্সায় আর ফিরছেন না তিনি। চীন থেকে সরাসরি কাতারে গিয়ে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল খলিফার সঙ্গে দেখা করবেন এবং সেখানেই স্বাস্থ্য পরীক্ষা হবে।
Advertisement
তবে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, পিএসজির হয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেইমার কাতার যাচ্ছেন না। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড সাংহাই থেকে স্পেনে ফিরবেন এবং বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দিতে পারেন।
দল বদলের বাজারে জোড় গুঞ্জন বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে যাচ্ছে পিএসজি। তবে ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে এখনো সব চেষ্টাই করে যাচ্ছে বার্সেলোনা।
এমআর/জেআইএম
Advertisement