দেশজুড়ে

হাঁস মারাকে কেন্দ্র করে নাটোরে সংঘর্ষ

হাঁস মারাকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাঁশভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, মৃত রজব আলীর ছেলে ইয়াদ (৫৫), ইয়াদের স্ত্রী তারা বেগম (৪০), ছেলে আনিসুর, ইয়াছিনের স্ত্রী মাসুরা (৩৫), আছেরের স্ত্রী ছরিমন (৪৫), ছেলে রহিদুল (৩০), নসিব (২৩) ও ফজলের মেয়ে শাহিনা। আহতদের মধ্যে ইয়াদ, তারা বেগম, ছরিমন ও রহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঁশভাগ গ্রামের মৃত রজবের ছেলে ইয়াদের সঙ্গে একই গ্রামের আছেরের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিনের। আর এ বিরোধের জেরসহ একটি হাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ইয়াদের সঙ্গে আছেরে ছেলে রহিদুলের কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ইয়াদ, তারা বেগম, ছরিমন ও রহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।একেএম নাজমুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement