বিনোদন

যৌথ প্রযোজনার ছবির নতুন কমিটিতে থাকছেন যারা

ঢাকাই সিনেমাপাড়া এখন উত্তপ্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে। এ নিয়ে যেন বিতর্কের শেষ নেই। প্রশ্ন উঠেছে, শর্ত ও নীতিমালা না মেনেই চলছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ! ফলে এফডিসির ১৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার সোচ্চার হয়েছে।

Advertisement

চলচ্চিত্র পরিবারের নেতারা গত ৯ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন। সেখানে জানানো হয়, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত।

নতুন খবর হচ্ছে, গঠিত হয়েছে নতুন কমিটি। শোনা যাচ্ছে, যৌথ প্রযোজনার নতুন কমিটিতে কারা থাকছেন তাদের নাম। যৌথ প্রযোজনার নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশিদ।

সদস্য হিসেবে আছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ, চলচ্চিত্রব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান।

Advertisement

এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্ম সচিব মো. ইউসুফ আলী মোল্লা।

একটি সূত্র জানায়, এখনও এই কমিটি চূড়ান্ত করেনি মন্ত্রণালয়। শিগগিরই অফিশিয়ালি যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কমিটির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আর এই কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ না করা পর্যন্ত যৌথ প্রযোজনায় নতুন ছবি নির্মাণ বন্ধ থাকছে।

এনই/এলএ

Advertisement