জাতীয়

পরিবেশগত সমীক্ষার আগে রামপাল প্রকল্পে ইউনেস্কোর না

সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে সেখানে একটি কৌশলগত পরিবেশগত প্রভাব সমীক্ষা (এসইএ) করতে সুপারিশ করেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।

Advertisement

জুলাইয়ের প্রথম সপ্তাহে পোল্যান্ডের ক্রাকাউয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে সুন্দরবনের পাশে নির্মাণাধীন এই রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুনানির পর ওই সিদ্ধান্ত গৃহীত হয়। রোববার সংস্থাটির ওয়েবসাইটে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

সেখানে কৌশলগত পরিবেশগত প্রভাব সমীক্ষা সমীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে কোনো বড় শিল্প অবকাঠামো নির্মাণ না করতে সুপারিশ করা হয়। এই সমীক্ষা করতে সময় দেয়া হয় দেড় বছর।

গত ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় ২ জুলাইয়ের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে ইউনেস্কো তাদের আপত্তি তুলে নিয়েছে। দীর্ঘ আলোচনার পর হেরিটেজ কমিটি যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সুন্দরবনের উপর ক্ষতিকর প্রভাব এড়িয়ে বাংলাদেশ সরকার পরিকল্পিত স্থান রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে অনুমোদন করেছে।

Advertisement

প্রসঙ্গত, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ।এটি সুন্দরবনের প্রান্তসীমার চেয়ে ১৪ কিলোমিটার দূরে এবং বনের বিশ্ব ঐতিহ্যের অংশ থেকে ৬৭ কিলোমিটার দূরে।

এআরএস/জেআইএম