দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে ষড়যন্ত্র চলছে। এতে এ খাত সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা।
Advertisement
রোববার রাতে রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)এক জরুরি সাধারণ সভায় ব্যবসায়ীরা এ অভিযোগ করেন।
সভায় ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক দুই ক্রেতা অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিড়ম্বনা দেশের তৈরি পোশাক খাতকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পোশাক শিল্প সংকটের মধ্যে রয়েছে। এ সংকটের অন্যতম কারণ অ্যাকর্ড-অ্যালাইন্স। তাদের রানা প্লাজা ধসের পর দেশে আনা হয়েছিল কেবল ত্রুটিগুলো দেখার জন্য। অথচ তারা এখানে অযাচিতভাবে খবরদারি করছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমাদের দেশে এক শ্রেণির নেতা আছেন তারা বিদেশে গিয়ে লাল, নীল পানি খান, আর আমাদের পোশাক শিল্পের নামে বদনাম ছড়ান।
Advertisement
ব্যবসায়ীরা ভ্যাট নিয়ে সংকট যেভাবে সমাধান করেছিলেন ষড়যন্ত্রকারীদেরও সেভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা ধসে অ্যাকর্ড অ্যালায়েন্স গঠনের পরে শত কোটি টাকা খরচ করেও আমাদের কোনো উন্নতি নেই। কারখানার নিরাপত্তায় আমরা অনেক উন্নতি করার পরেও আমাদের অবস্থান পঞ্চম। অথচ বিশ্বের গ্রিন কারখানার তালিকায় প্রথম ১০টির মধ্যে সাতটি বাংলাদেশে। আরও ৬৬টি পাইপলাইনে আছে। আমাদের থেকে চীন, ভারত, ভিয়েতনাম অনেক খারাপ থাকার পরেও তারা আমাদের চেয়ে বেশি নম্বর পায়।
তিনি বলেন, আমাদের দেশের পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে। কিছু এনজিও এবং শ্রমিক নেতা নামধারীরা বিদেশে গিয়ে আমাদের শিল্পের বদনাম করছেন। তারা এই শিল্পকে শেষ করতে চান। দেশে গার্মেন্টস বড় খাত। ৮২ শতাংশ ফরেন কারেন্সি আসে। এটি এখন জাতীয় সম্পদ। তাই ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকেও এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, অ্যাকর্ড, অ্যালায়েন্স যেসব কারখানা নিয়ে কাজ করছে তাদের মনে অনেক ব্যথা জমে আছে। কারণ তাদের নানাভাবে হেনস্থা হতে হয়েছে।
Advertisement
২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সংকট কাটাতে ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে দেশে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়। যার মেয়াদ ২০১৮ সালের ৩১ মে শেষ হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) অ্যাকর্ডকে বাংলাদেশে আরও তিন বছর কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেয়। অ্যালায়েন্সও একই পথে হাঁটছে।
এসআই/এসআর/জেআইএম