পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বের জের ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার এখনও নিরসন হয়নি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) এবং খেলোয়াড়- দুই পক্ষই অনড় অবস্থানে। কেউ কারো কোনো দাবি মেনে নিতে রাজি নয়। কিংবা কোনো ছাড় দিতেও রাজি নয়। বার বার দুই পক্ষ বৈঠকে বসলেও কোনো সমাধান সূত্র বের করতে পারছে না।
Advertisement
দ্বন্দের জের ধরে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দিয়েছে ক্রিকেটাররা। মাসজুড়ে বিতর্ক চলতে চলতে জুলাই শেষ হতে চললো। আগস্টের ১৮ তারিখ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের। কিন্তু পারিশ্রমিক নিয়ে লড়াইয়ে থাকার কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সৃষ্টি হয়েছে গভীর শঙ্কা।
এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সাবেক এবং অনেক বর্তমান ক্রিকেটারও বলছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা হওয়া উচিৎ। আজই যেমন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশে যাওয়া উচিৎ।’ কয়েকদিন আগেই আবার ইএসপিএন ক্রিকইনফোয় খবর বেরিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া নাকি প্রাথমিকভাবে সিরিজ বাতিল হতে পারে এমন একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বিসিবিকে বার্তা দিয়ে রেখেছে।
যদিও পরেরদিন বাংলাদেশের মিডিয়ার কাছে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, খবরটা সত্য নয়। সিএর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এমন কোনো কিছু সিএ তাদেরকে বলেনি।
Advertisement
প্রধান নির্বাহীর মত ঠিক একই কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। আজ বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া সফর নিয়ে বিসিবি বস জানান, তারা আশাবাদী অস্ট্রেলিয়া আসবে।
তিনি জানান, বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে সিএর সঙ্গে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবির সঙ্গে। বিসিবি বিগ বস জানান, সিরিজ বাতিল হওয়ার মত এমন কিছু হয়নি। ওদের দেশে যা হচ্ছে, আশা করি তা খুব দ্রুত এ সমস্যা মিটে যাবে এবং সময় মতই সিরিজটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আশাবাদী, অস্ট্রেলিয়া সিরিজটা অনুষ্ঠিত হবে। সিপিএলে খেলতে যাওয়ার আগে তিনি আজ বলেন, ‘আগে অস্ট্রেলিয়া আসুক। বড় একটা গ্যাপ গেলো। তাদের আসার মাধ্যমে মৌসুম শুরু হবে। তারা যদি না আসে, তাহলে সরাসরি দক্ষিণ আফ্রিকা গিয়ে আমাদের জন্য খেলাটা কঠিন হবে। আশা করি অস্ট্রেলিয়া আসবে এবং ভালো একটা সিরিজ হবে।’
এআরবি/আইএইচএস/আরআইপি
Advertisement