একদিন আগে সতীর্থ ডিফেন্ডার নেলসন সেমেদোর সঙ্গে মারামারি। একদিন পর আবার সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেন এল ক্ল্যাসিকোয়। হারালেন রিয়াল মাদ্রিদকে। নেইমার কী সত্যি সত্যি ন্যু ক্যাম্পে থেকে যাবেন? না চলে যাবেন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।
Advertisement
তবে, যতদিন বার্সায় আছেন ততদিন নেইমারের ওপরই নির্ভর করতে চান নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে। মিয়ামিতে এল ক্ল্যাসিকো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
ম্যাচের পর নেইমার সম্পর্কে নতুন কোচের কাছে জানতে চাওয়া হলে ভালভার্দে বলেন, ‘সবার দৃষ্টিভঙ্গিকে আমি শ্রদ্ধা করি এবং আমি নিজেও প্রস্তুত ছিলাম এ বিষয়টি নিয়ে বলার জন্য। এই মুহূর্তে নেইমার আমাদের সঙ্গেই আছেন। এবং আমরা তার ওপরই আস্থা ও নির্ভরতা রাখতে চাই। কারণ পুরো মৌসুমে তিনি আমাদের অনেক সহযোগিতা করতে পারেন।’
নেইমার তো প্রায় চলেই যাচ্ছেন। তাহলে আপনার অবস্থান কী হবে? জানতে চাইলে ভালভার্দে বলেন, ‘আমি গুজবে বিশ্বাস করতে চাই না। কিছুদিন আগেও নেইমার এখানে যেমন ছিল, এখনও তেমনই আছে। আমি আশা করবো, ভবিষ্যতেও তেমনই থাকবে।’
Advertisement
মেসি সম্পর্কে ভালভার্দে বলেন, ‘এমন সেরা মেসিকেই আমি চাই। এটা দলের জন্য দরকার। মেসি অসাধারণ খেলেছেন। আমরা আশা করবো, সবগুলো শিরোপাই তিনি বার্সার কেবিনেটে তুলে দিতে পারবেন।’
আইএইচএস/পিআর