আন্তর্জাতিক

জার্মানিতে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ২

জার্মানিতে একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় কন্সটেন্স শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

Advertisement

রোববার গ্রে ক্লাবে একজন এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এরপরেই পুলিশ ওই হামলাকারীকে গুলি করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশের গুলিতে আরো একজন নিহত হয়েছে। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে ওই ব্যক্তিকে নাইট ক্লাবের অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইটক্লাবের দারোয়ান হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করলে সংক্রিয় পিস্তলের গুলিতে আহত হন তিনি।

গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার আঘাত বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে। তবে নাইটক্লাবের ওই গোলাগুলির ঘটনার পেছনের কারণ জানা যায়নি।

Advertisement

টিটিএন/পিআর