জাতীয়

মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে : হাছান মাহমুদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এম এ করিম বক্তব্য রাখেন।হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সম্পর্কে মোদির চিন্তা-ভাবনা ইতিবাচক। এর প্রেক্ষিতেই ছিটমহল চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের কথা মাথায় রেখেই তিনি বাংলাদেশ সফরে আসছেন। আশা করি বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে।বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামি চুক্তি বলে অভিহিত করেছিল বিএনপি। কিন্তু চুক্তি পাস হওয়ার পর তারাই আবার মোদি সরকারকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয়তাবাদী নয়, বিএনপি জালিয়াতি দলে রুপান্তরিত হয়েছে।একে/আরআই

Advertisement