খেলাধুলা

বিসিবির ইজিএমের দিন নির্ধারণী সভা বিকেলে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বিসিবির বর্তমান বোর্ড কর্তারা অনেকটাই নির্ভার। এখন বল তাদের কোর্টে। বোর্ড কর্তারা যেভাবে চাইবেন গঠনতন্ত্র সেটাই হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছেন। রায়ে তিন সদস্যের বেঞ্চ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে বিসিবির গঠন তন্ত্র বিসিবিই সংশোধন করবে। এনএসসির কোন হস্তক্ষেপ চলবে না।

Advertisement

তবে এই রায়ে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইজিএম বা বিশেষ সাধারণ সভার প্রয়োজন। সেই বিশেষ সাধারণ সভা কবে হবে? তা হয়তো আজ পরন্ত বিকেলেই জানা যাবে। রোববার বিকেল বিসিবি অফিসে এক জরুরি সভা। বোর্ড সভাপতি পাপন ২৬ জুলাই জানিয়ে দিয়েছিলেন, ‘আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করব। এজন্যই ৩০ জুলাই বোর্ড সভা ডাকা হয়েছে। সেখানেই ইজিএমের তারিখ নির্ধারণ করা হবে। তবে সব কিছুই নির্ভর করবে পূর্ণাঙ্গ রায় জানার পর। ওই রায়ে যা আসবে, আমরা সে অনুযায়ীই পদক্ষেপ গ্রহণ করবো।’

এআরবি/এমআর/পিআর

Advertisement