দেশজুড়ে

ধর্ষক লাভলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কাঠালিয়াবাসীর

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা এলাকার মোবারক আলী হাওলাদারের ছেলে ধর্ষক লাভলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।এলাকাবাসী জানায়, লাভলু ঢাকার একটি বায়িং হাউসের গাড়ি চালাতো। সে ছুটিতে এলাকায় আসলে টাকার গরমে সকলকে তুচ্ছ মনে করে ধরাকে সরাজ্ঞান মনে করতো। ঢাকার একটি অপকর্মে লাভলু গ্রেফতার হয়েছে। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এমন ঘটনা কোনো নরপশু আর কখনো ঘটাতে না পারে এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।কাঠালিয়ার কৃষক বিমল চন্দ্র মন্ডল, পান্নু লস্কর, শ্রমিক আসাদ খান, মামুন খান, চান মিয়া, মিলন, এনায়েত, বাদল, গৃহকর্মী রোজিনা, আকলিমা, গোলেনুর, পিয়ারা, হনুফা, মাহিনুর, সুবর্ণাসহ আরো অনেকে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।জানা যায়, গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের শপিংমলের টেক্সটমার্কের শাখায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো। কর্মস্থল থেকে বের হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে কুড়িল রোডে সিনহা মোটর্সের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে একটি মাইক্রোবাসে ওঠিয়ে নেয় ধর্ষকরা। পরে তাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়। ধর্ষকদের মধ্যে লাভলুও একজন।এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার গুলশান-১ থেকে তুষার ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে লাভলুকে গ্রেফতার করে র‍্যাব।বৃহস্পতিবার সকালে ভাটারা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, অপর ধর্ষক আশরাফ হোসেন তুষার বরগুনার আমতলীর চুনাখালি গ্রামের আবদুল মান্নান খানের ছেলে।প্রসঙ্গত, ঘটনার পর দিন ভাটারা থানায় দায়ের করা মামলায় তুষারের নাম উল্লেখসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই গারো তরুণী। তবে মামলা করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের গাফিলতির প্রশ্নে হাইকোর্ট একটি রুলও জারি করেছে।আতিকুর রহমান/এআরএ/আরআইপি

Advertisement