জাতীয়

ঢাকা সফরে মোদির সঙ্গী মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সঙ্গী হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী তিন রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরাও মোদির সঙ্গে ঢাকা সফরে আসছেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।পার্থ চট্টোপাধ্যায়ে বরাত দিয়ে পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবেন। আমরা আশা করি এ সফরের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো জোরদার হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কও জোরদার হবে।তিনি আরো বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের রচয়িতা একই ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর।এদিকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় একটি জেলা মিটিংয়ে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে আমি যাবো। এ নিয়ে কোনো সংশয় নেই। ৬ জুন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন। আমিও সঙ্গে যাচ্ছি।মমতা আরো বলেন, যারা ভাবছেন যে আমি বাংলাদেশে যাবো না, তাদের ধারণা ভুল। আমার যে কর্মসূচি আছে তা ঠিকই আছে।উল্লেখ্য, আগামী ৬ জুন দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে দু’দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আরএস

Advertisement