বিনোদন

চার দশক পূর্তিতে তির্যক নাট্যমেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘তির্যক নাট্যমেলা’ আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি পালন করা হবে। এ আয়োজনের আওতায় থাকবে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। এই নাট্যায়োজনে আরো থাকবে তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী, আলোচনা, সম্মাননা জ্ঞাপন, প্রতিদিন মুক্তমঞ্চে বিকেল পাঁচটায় চট্টগ্রামের লোকগান পরিবেশনা। সেইসাথে প্রতিদিন সন্ধ্যে ৭টায় পরিবেশিত হবে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যকের ২টি মঞ্চনাটক। তারমধ্যে ৫ জুন শুক্রবার, সোফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’ এবং ৬ জুন শনিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’ মঞ্চে আসবে। ৫ জুন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নাট্যমেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। এছাড়া তির্যকের ৪০ বছরের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।৬ জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের নাট্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য চার নাট্যজন- রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফকে এ নাট্যমেলায় সম্মাননা জ্ঞাপন করা হবে।১৯৭৪-এ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় দেশ ও দেশের গন্ডি পেরিয়ে তির্যক চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রটিকে সৃষ্টিশীলতায় পূর্ণ করবার কাজে নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত তির্যক নাট্যদল ৪৩টি নাটকের ২,৫১০ টি প্রদর্শনী সম্পন্ন করেছে। ইতোমধ্যে বাংলাদেশে ও দেশের বাইরে তির্যকের নাট্য প্রযোজনা বিদগ্ধ দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। ৪০ বছর পূর্তি উপলক্ষে তির্যক নাট্যদল বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে তির্যক চট্টগ্রামে ২টি নাট্যমেলা ও ভারতের পশ্চিমবঙ্গে ১টি ‘তির্যক নাট্য মেলা’ সম্পন্ন করেছে। প্রসঙ্গত, ইতোপূর্বে তির্যকের ৮টি প্রযোজনার ১০০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছেভ এর মধ্যে ১টি নাটক রবীন্দ্রনাথের ‘বিসর্জন’-এর দ্বি-শততম মঞ্চায়ন সম্পন্ন  হয়েছে। এটাই বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্র-নাট্যের প্রথম দ্বি-শততম মঞ্চায়ন।  এলএ/আরআইপি

Advertisement