দেশজুড়ে

বিজিবির হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

যশোরে বিজিবির হয়রানির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার দুপুরে শহরের আরএন রোড এলাকার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোরের সভাপতি গোলাম ফারুক লিটন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলু জানান, যশোরের শরিফ ট্রেডার্সের মালিক একেএম আনসারীর বৈধভাবে আমদানি করা মোটরপার্টসের ২৯ কার্টুন কুরিয়ার সার্ভিস থেকে আটক করে বিজিবি। এই পণ্যের বৈধ কাগজপত্র বিজিবি কর্মকর্তাদের কাছে উপস্থাপনের পরও আটকের ৪দিন পর তা কাস্টমসে জমা দেয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সদস্যরা আরএন রোড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুরে আরএন রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে যশোর কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সমিতির সদস্যরা হয়রানির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করেন। মিলন রহমান/এমজেড/আরআইপি

Advertisement