খেলাধুলা

পঁচিশেই আমিরের অবসর!

আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন চমক নিয়েই। ১৭ বছর বয়সেই তো বাঘা বাঘা ব্যাটসম্যানের ঘুম হারাম করে দিয়েছিলেন মোহাম্মদ আমির। তার এই সাফল্য আর কীর্তিতে কলঙ্কের তিলক লাগে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়ে।

Advertisement

ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে জেলেও যেতে হয়েছিল আমিরকে। ক্রিকেটে নির্বাসিত ছিলেন দীর্ঘ ৫ বছর। লর্ডস টেস্ট দিয়েই আবার ফিরেছেন টেস্ট ক্রিকেটে। আমিরের বয়স এখন পঁচিশ বছর। এই বয়সেই নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এমন গুঞ্জনই চাউর হয়েছে।

মিডিয়ার এমন খবরে রীতিমতো চটেছেন আমির। গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘এমন হাস্যকার কাহিনী বানানোর নেপথ্যে মানুষের কী উদ্দেশ্য; তা আমার জানা নেই। আমি একজন সুস্থ-সবল ও পুরোপুরি ফিট ক্রিকেটার। কোনো ফরম্যাটই ছাড়ার পরিকল্পনা নেই আমার। কেউ হয়তো ভুয়া খবর দিয়েছে। আমার নাম দিয়ে বলেছে, আমি নাকি টেস্ট ক্রিকেট ছাড়ছি!’

প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আমিরের। এখন পর্যন্ত ২৮টি টেস্ট খেলেছেন তিনি। নামের পাশে যোগ করেছেন ৯৪টি উইকেট। ৩৬টি ওয়ানডে খেলা আমির পকেটে পুরেছেন ৫৫ উইকেট। ৩১টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৩৪টি।

Advertisement

এনইউ/জেআইএম