আন্তর্জাতিক

ফের সবার জন্য উন্মুক্ত আল আকসা

পবিত্র নগরী জেরুজালেমের আল আকসা মসজিদে হাজারো ফিলিস্তিনি মুসলিম ফের প্রবেশ করেছেন। ৫০ বছরের কম বয়সীদের মসজিদটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কারণে চলমান সংঘর্ষের এক পর্যায়ে পিছু হটে ইসরায়েল। শুক্রবার ফিলিস্তিনিরা পুনরায় আল আকসায় প্রবেশ করে নামাজ আদায় করেছেন। খবর আল জাজিরার।

Advertisement

এর আগের শুক্রবার ৫০ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর ইসরায়েলি পুলিশ মসজিদটির বেশ কিছু দরজা বন্ধ করে দেয়। এতে করে কয়েক হাজার ফিলিস্তিনি মুসলমান বিক্ষোভ করে মসজিদের বাইরের রাস্তায় নামাজ আদায় করেন।

ওই ঘটনার পর ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় ফিলিস্তিনি এবং তিন ইসরায়েলি নাগরিক নিহত হন। তিনজন ফিলিস্তিনি ও দু’জন ইসরায়েলি পুলিশ নিহতের ঘটনায় সংকটের শুরু। সংঘর্ষে আহত হন দুইশ ২৫ জন।

আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি স্তেফানি দেকার বলেন, পরিস্থিতি এখন অনেকটাই শান্তিপূর্ণ। লায়নস গেট ও ওয়াদি জজ এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

Advertisement

কেএ/এনএফ/জেআইএম