আন্তর্জাতিক

মাঝ আকাশে বন্ধ হলো দু’টি বিমানের ইঞ্জিন

সিঙ্গাপুর থেকে সাংহাই যাওয়ার পথে বিমানের ইঞ্জিন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ১৩ হাজার ফুট নীচে নেমে আসে সিঙ্গাপুর এয়ারলাইনসের দুটি বিমান। যদিও পাইলটের বুদ্ধিমত্তার কারণে নিরাপদে অবতরণ করেছেন বিমান দুটির ১৯৪ জন যাত্রী এবং বিমানকর্মীরা। তবে সিঙ্গাপুর এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই কমিটি তাদের রিপোর্ট জমা দিবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, এয়ারবাস এ৩৩০-৩০০ নামে একটি বিমান সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দর থেকে ১৮২ জন যাত্রী নিয়ে পাড়ি দিয়েছিল সাংহাই। ওড়ার সাড়ে তিন ঘন্টা পর ৩৯ হাজার ফুট উচ্চতায় বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। এই কারণে বিমানটি ১৩ হাজার ফুট নীচে নেমে আসে। যদিও পাইলট পরিস্থিতি সামাল দেন। পরে সাংহাইয়ে কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে বিমানটি।এই বিমানটি ছাড়াও সিঙ্গাপুর এয়ারলাইনসের সাংহাইগামী আরও একটি বিমান এলকিউ ৮৩৬ একই সমস্যার মধ্যে পড়ে। প্রথম ইঞ্জিন কাজ না করায় বিমানটি ৩৯ হাজার ফুট থেকে নেমে ১৩ হাজার ফুটে চলে আসে। এরপর দ্বিতীয় ইঞ্জিনের সাহায্যে অবস্থার সামাল দেন পাইলট।যদিও সংস্থার মুখপাত্রর দাবি, বিমান দুটি আকাশে ওড়ার আগে তাদের ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছিল। সাংহাই নামার পরেও সেগুলির পরীক্ষা করা হয়। কিন্তু কোনও ত্রুটি বা অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি।এসকেডি/আরআইপি

Advertisement