জাতীয়

মদিনা পৌঁছেছেন সরকারি হজযাত্রীরা

বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটের সব হজযাত্রীরা শুক্রবার ভোরে মদিনায় গিয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

Advertisement

এ সময় মক্কায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান। মক্কার মৌসুমী হজ অফিসার বিষয়টি তদারকি করেন।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২২০ ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হজের আগে (প্রি-হজ) মোট ১৪৪টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১১২ ও শিডিউল-৩২)।

Advertisement

হজের পরে (পোস্ট-হজে) ১৩৭টি ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১০৮ ও শিডিউল-২৯)। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থা করেছে।

আরএম/এসআর/পিআর