দেশজুড়ে

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আমির হামজা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

গ্রেফতার আমির হামজার বাবার নাম লাল মিয়া এবং বাড়ি পৌর এলাকার কমলপুর গ্রামে। গ্রেফতার যুবক ভৈরব উপজেলা যুবদলের নেতা বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফেসবুকে ঘটনাটি দেখে ভৈরব থানাকে এ ব্যাপারে অবহিত করলে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ভৈরব থানায় ওই যুবককে আসামি করে মামলা করেন।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ওই যুবক তার ফেসবুক আইডি থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে। পরে বুধবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর