খেলাধুলা

সেরার পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন মাশরাফি

গত দুই বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। টাইগারদের উন্নতি চোখে পড়ার মতোই। নিজেদের গড়ে তুলেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। আর সেটা সম্ভব হয়েছে মাশরাফি বিন মর্তুজা নামক জিয়নকাঠির ছোঁয়ায়! তার নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

Advertisement

এবার তারই অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেন টাইগাররা। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেমিতে খেলার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। তারই স্বীকৃতি পেলেন নড়াইল এক্সপ্রেস। ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘সেরা’ বাঙালিদের পুরস্কার দিয়ে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। শনিবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

মাশরাফিও থাকছেন সেই অনুষ্ঠানে। সেই লক্ষ্যে আজ (শুক্রবার) বিকেলে কলকাতায় যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। পুরো পরিবার নিয়েই সেখানে যাচ্ছেন মাশরাফি। ৩ আগস্ট দেশে ফেরার কথা।

Advertisement

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের দুজন কীর্তিমান ক্রিকেটার ‘আনন্দবাজার সেরা বাঙালি’- এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন- হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। হাবিবুল বাশারের হাতে এ পুরস্কার উঠেছিল ২০০৯ সালে। আর সাকিব জিতেছিলেন ২০১২ সালে।

এনইউ/এমএস