জাতীয়

দুই বছরে ঢাকা গ্রিন ও ক্লিন সিটি হবে : আনিসুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীবাসী আমাদের উপর আস্থা রাখুন, আমরা দুই বছরের মধ্যে ঢাকাকে “ক্লিন সিটি, গ্রিন সিটি” হিসেবে গড়ে তুলবো। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’–এর পরিচালনা পরিষদের ৬ষ্ঠ সভায় তিনি একথা বলেন। মেয়র বলেন, রাজধানীর বড় একটি সমস্যা বিলবোর্ড। বিল বোর্ড এমনভাবে লাগানো হচ্ছে রাস্তা ও ভবন দেখা যাচ্ছে না। এ কারণে দুর্ঘটনা ঘটছে। এসব বিলবোর্ড সরানোর উদ্যোগ নেয়া হবে।রাজধানীর আরেকটি সমস্যা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আগামী ৬ মাসের মধ্যে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আমুল পরিবর্তন আনতে চাই। আমরা এমন একটি সময় আনতে চাই রাজধানীবাসীর দরজায় হামলা হবে বর্জ্য আনার জন্য।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীর কোথায় কি পরিমাণ জমি খালি পড়ে আছে ও কি পরিমাণ জমি দখল হয়ে আছে এর একটি তথ্য মন্ত্রনালয়ে জমা দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন আমি দৃঢ়ভাবে আশাবাদী এ কারণে যে সমমনা দুইজন মেয়র পেয়েছি। তারা দুজনই সহযোগীতায় অগ্রগামী। আশা করছি খুব দ্রুতই যানজট অনেকটাই নিরসণ হবে।সভায় এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, ডা. মো . এনামুল রহমান, বেগম সাগুফতা ইয়াসমিন, নারায়নগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।জেইউ/এএইচ/পিআর

Advertisement