ভারতের গুজরাটে বন্যায় গত ৪৮ ঘণ্টায় ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের ১৭ জনের মরদেহ রয়েছে। তারা সবাই বন্যার পানিতে আটকা পড়েছিলেন বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকর্মীরা। খবর- হিন্দুস্তান টাইমস।
Advertisement
পুলিশ পরিদর্শক এবি পারমার গণমাধ্যমকে জানান, নিহতরা সবাই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। আবর্জনা ও ময়লা-কাদার মধ্য থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে উদ্ধারকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে আরেও অন্তত ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা ১১০ জন ছাড়িয়েছে।
সরকারি হিসাব মতে, বন্যায় রাজ্যটিতে মৃতের সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৩৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বাকিরা যারা আটকা পড়েছেন তাদরেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Advertisement
আরএস/পিআর