দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে আবিদা ইসলামকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবিদা ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম বিসিএস ১৫তম ব্যাচে ফরেন অ্যাফায়ার্স ক্যাডার হিসেবে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন ছাড়াও কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লন্ডন, কলম্বো, ব্রাসেলস মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে তিনি ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেড বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আবিদা ইসলাম বর্তমান রাষ্ট্রদূত জুলফিকার রহমানের স্থলাভিষিক্ত হবেন।
Advertisement
এআরএস/পিআর