আন্তর্জাতিক

চীনে ব্যতিক্রমধর্মী বিকিনি প্রতিযোগিতা

আজকাল যে কোনো ধরনের ফ্যাশন শো থেকে শুরু করে পণ্যের বিজ্ঞাপনে অপেক্ষাকৃত কম বয়সী এবং শারীরিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়া হয়। আর সেটা যদি হয় বিকিনি প্রতিযোগিতা, তাহলে তো কথাই নেই।

Advertisement

না বলতেই মাথায় চলে আসে কম বয়সী সুন্দরীর কেবল বিকিনি পরার দৃশ্য। কিন্তু চীনের ওই প্রতিযোগিতায় সেরকম কিছু ঘটেনি। সাধারণত যে বয়সী মানুষের চিন্তার কথা মাথায় আসে, এই প্রতিযোগীদের বয়স সেরকম নয়।

চীনের তিয়ানজি প্রদেশের বিকিনি প্রতিযোগিতায় ৫৫ বছরের বেশি বয়সীদের অংশগ্রহণ ছিল। এমনকি ক্যান্সারের সঙ্গে লড়াই করা ৭৮ বছর বয়সী নারীও ছিল সেখানে। এর আগেও দু'বার একই রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

সেখানে অংশ নিয়েছে চারশ জনেরও বেশি নারী। সঙ্গে কিছু পুরুষও ছিল। পুরুষরা হাফপ্যান্ট পরে নিজেদের শারীরিক শক্তিমত্তা প্রকাশ করার মত অঙ্গভঙ্গি করেন। এসময় তাদেরকে হাস্যোজ্জল অবস্থায় দেখা যায়।

Advertisement

না, তাদের বিকিনির ব্র্যান্ডিং করা নিয়ে কোনো মাথাব্যথা নেই। স্বাস্থ্য ও সুস্থতার প্রচারণা করাই ছিল আয়োজকদের উদ্দেশ্য।

সূত্র : ডেইলি মেইল

কেএ/জেআইএম

Advertisement