প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে বলেন, সরকার গত সাড়ে ছয় বছরে দেশের স্বাস্থ্যখাতের, বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।তিনি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়নসহযোগী সংস্থাসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসসহ মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড আরও গতিশীল করতে সক্ষম হব।তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, মাতৃমৃত্যু হ্রাসে জরুরি প্রসূতি সেবা প্রদান, মিডওয়াইফারি কোর্স চালু করা, গরিব ও দুস্থ মায়েদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু করা, কমিউনিটিভিত্তিক স্কিল্ড বার্থএটেন্ডেন্ট প্রশিক্ষণ কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও টিকাদান কর্মসূচি সাফল্যজনকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করেছি। মাতৃস্বাস্থ্য সেবাসহ অন্যান্য স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি করেছি। নতুন হাসপাতাল নির্মাণ, হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক জনবল নিয়োগ করা হয়েছে। তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমাদের এ সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা জাতিসংঘের এমডিজি অ্যাওয়ার্ড ও সাউথ-সাউথ অ্যাওয়ার্ড অর্জন করেছি।শেখ হাসিনা নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।এসএইচএস/আরআইপি
Advertisement