জাতীয়

আইন না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

সংকটপূর্ণ ও আইন না মেনে চলা ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ ১২টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হয়।সনদ বিক্রি, মালিকানা নিয়ে দ্বন্দ্ব, আউটার ক্যাম্পাস খোলা, সরকার বন্ধ করে দেওয়ার পর মামলা করে টিকে থাকা ও অননুমোদিক ক্যাম্পাস পরিচালনার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে।বিশ্ববিদ্যালয়গুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইবাইস ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং কুইন্স ইউনিভার্সিটি।এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সঠিকভাবে খোঁজ-খবর নিয়ে, তথ্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।ইউজিসি বলেছেন, যে সব বিশ্ববিদ্যালয় অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা করছিল তাদের বিরুদ্ধে ইউজিসি থেকে ব্যবস্থা গ্রহণ করায় তারা আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে। আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমন বিশ্ব বিদ্যালয় রয়েছে ৬টি।অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম সম্পর্কে তাদের অনুসন্ধান চলছে। পরবর্তীতে সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকাও প্রকাশ করা হবে বলেও ইউজিসি পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement