জাতীয়

আসন্ন অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ ২০৩ কোটি টাকা

আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৭৮ লক্ষ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৬ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এছাড়া ২০১৬-১৭, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটের ও অনুমোদন দেয়া হয়।জাতীয় সংসদ ভবনে বুধবার বিকেলে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ২৬তম বৈঠকে এ বাজেট অনুমোদ দেওয়া হয়। বৈঠক শেষে চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, আসন্ন ২০১৫-২০১৬ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৭৮ লক্ষ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদের সব উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, অর্থ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।সভায় বিগত ২৫তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এইচএস/আরএস/আরআইপি

Advertisement