আইন-আদালত

রিয়াদ হত্যা : জামিন মেলেনি ঘরোয়ার মালিক সোহেলের

মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিশোর কর্মচারী রিয়াদ হোসেনকে গুলি করে হত্যায় প্রধান অভিযুক্ত আরিফুর রহমান সোহেলের জামিন মেলেনি হাইকোর্টে।

Advertisement

মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আরিফুর রহমান সোহেলের জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়। সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ড. বসির উল্লাহ জাগো নিউজকে বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আরিফুর রহমান সোহেলের অন্তবর্তী জামিন আবেদনটি তালিকা থেকে বাদ দিয়ে দেন।

রাজধানীর স্বামীবাগ এলাকায় নির্মাণাধীন বাসায় গত বছরের ২৭ অক্টোবর রাতে রিয়াদকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নিতে ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার গল্প ফাঁদে ঘরোয়া হোটেলের মালিক সোহেল।

Advertisement

এ ঘটনায় নিহতের ভাই রিপন হোসেন বাদী হয়ে সোহেল, জসীম ও খবিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, এ মামলায় ম্যাজিস্ট্রেট, ডাক্তার, পুলিশসহ ৪১ জনকে সাক্ষী করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ১৫ জন। এরই মধ্যে আদালত সোহেলের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।

এফএইচ/বিএ

Advertisement