অর্থনীতি

রাজস্ব বাড়াতে ডিসিদের তাগিদ দিলেন অর্থমন্ত্রী

রাজস্ব বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে ডিসি সম্মেলন থেকে মন্ত্রী এ তাগিদ দেন।

Advertisement

তিনদিনের এ সম্মেলনের প্রথমদিন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী।

সম্মেলনে অর্থমন্ত্রী ডিসিদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষকে রাজস্ব দিতে উদ্বুদ্ধ করতে হবে। কারণ রজস্ব আদায় না বাড়লে জনগণকে সেবা দেয়া সম্ভব নয়। এখন যে সেবা দেয়া হয় তা দৃশ্যমান। সুতরাং জনগণকে বোঝাতে হবে আরও রাজস্ব দিলে আরও বেশি সেবা পাওয়া যাবে।

প্রত্যেক ডিসিকে নিজ নিজ জেলায় জেলা বাজেট দেয়ার পরামর্শ দিয়ে মুহিত বলেন, এতে (জেলা বাজেট) আয়-ব্যয়ের হিসাব সুস্পষ্ট হয়ে উঠবে এবং সেগুলো সমন্বয় করা সম্ভব হবে।

Advertisement

ডিসিরা কোনো চাহিদার কথা জানিয়েছেন কি- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, অনেকগুলো চাহিদার কথা তারা জানিয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রত্যেকটি জেলায় ট্রেজারি ভবন আছে, সেগুলো একতলাবিশিষ্ট। তাই ট্রেজারি ভবন সম্প্রসারণ করার দাবি জানিয়েছেন তারা।

‘এ বিষয়ে সম্মেলনে উপস্থিত গণপূর্তমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি-’ বলেন মুহিত।

উল্লেখ্য, ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব নিয়ে তিন দিনব্যাপী এবারের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

Advertisement

এমইউএইচ/এমএএস/জেডএ/আরআইপি