রাজধানীসহ সারা দেশে মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। বৃষ্টির এ রসিকতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রাজধানী থেকে বৃষ্টিবন্দি মানুষ ও প্রকৃতি ক্যামেরাবন্দি করেছেন জাগো নিউজের আলোকচিত্রী মাহবুব আলম।
Advertisement
অফিসযাত্রাটানা দুই দিনের বৃষ্টিতে অফিসগামী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা। বৃষ্টিভেজা মানুষ গাড়িতে জায়গা না পেয়ে হেঁটেই অফিসে যাচ্ছে।
সড়কে পানিবৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের রোজগারে বিরূপ প্রভাব পড়েছে।
গর্তে গাড়িরাস্তার জমানো পানি ডিঙিয়ে পথ চলতেই গাড়ি আটকে যায় লুকানো গর্তে। দুর্ভোগের ওপর দুর্ভোগ লেগে থাকে বৃষ্টির কারণে। মানুষের সাহায্যে গাড়ি তুলতে হয় গর্ত থেকে।
Advertisement
রসিকতাবৃষ্টির সঙ্গে রসিকতা করছেন এই শ্রমজীবী। ভেজা শরীর বলে অবশেষে ছাতা উল্টে ধরেছেন মাথায়। পলিথিনে ছেয়ে আছে শহরের ফুটপাত।
জলে চলে গাড়িদেখলে মনে হবে সি-বোট চলছে জলের ভেতর। সত্যি তা নয়- পানির ওপর দিয়ে চলছে গাড়ি। পানি কেটেই এগিয়ে যেতে হয় চালককে।
জলবিভ্রাটচারিদিকে থৈ থৈ পানি। বাইসাইকেল নিয়ে বিপাকে পড়েছেন সাইকেল আরোহী। কোনদিকে যাবেন। পাশেই লেখা- ‘সাবধান, ধীরে চলুন’।
এসইউ/জেআইএম
Advertisement