সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট পদের নাম : প্রভাষকবিভাগ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২, অর্থনীতি-০১ ও পরিসংখ্যান পদের সংখ্যা : ০৩শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সরকারি বিধি মোতাবেক এবং প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। নিবন্ধন ও ইনডেক্সধারী হতে হবে। বেতন স্কেল : ১১,০০০-১৪,৪৩০/-পদের নাম : নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা : ০১শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : শিক্ষাবোর্ড হতে এইচএসসি/সমমান। এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল : ৪,৭০০-৬,৫৫৫/-পদের নাম : এমএলএসএস পদের সংখ্যা : ০২বিভাগ : পিয়ন, ঝাড়ুদারশিক্ষাগত যোগ্যতা : ৮ শ্রেণি পাসবেতন স্কেল : ৪,১০০-৫,৪৩০/-পদের নাম : এমএলএসএস পদের সংখ্যা : ০১শিক্ষাগত যোগ্যতা : ৮ শ্রেণি পাস বেতন স্কেল : ৪,১০০-৫,৪৩০/-আবেদনের ঠিকানা : অধ্যক্ষ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিজিবি সেক্টর সদর দপ্তর, আখালিয়া, সিলেট। আবেদেনর শেষ তারিখ : ১১ জুন ২০১৫ সূত্র : প্রথম আলো, ২৭ মে ২০১৫প্রতিষ্ঠানে নাম : অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেড পদের নাম : অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পশু চিকিৎসা, পশু পালন ও ফিসারিজ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী অগ্রধিকার দেয়া হবে।খ. পোল্ট্রি ফিড/ফিস ফিড/ফিড অ্যাডিটিভস/মেডিসিন, অ্যাকুয়াকালচার পণ্য বাজারজাতকরণের কাজে ১০-১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : ৬০,০০০/- আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা : ৩টি পদের নাম : ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পশু চিকিৎসা, পশু পালন ও ফিসারিজ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী অগ্রধিকার দেয়া হবে।খ. পোল্ট্রি ফিড/ফিস ফিড/ফিড অ্যাডিটিভস/মেডিসিন, অ্যাকুয়াকালচার পণ্য বাজারজাতকরণের কাজে ৭-৯ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : ৪৫,০০০/- আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা : ৪টি পদের নাম : অ্যাসিস্টান্ট ম্যানেজার/রিজিওনাল ম্যানেজার (সেলস অ্যান্ড ম্যার্কেটিং)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। খ. পোল্ট্রি ফিড/ফিস ফিড/ফিড অ্যাডিটিভস/মেডিসিন পণ্য বাজারজাতকরণের কাজে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : ৩৫,০০০/- আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা : ৬টি পদের নাম : এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। খ. পোল্ট্রি ফিড/ফিস ফিড/ফিড অ্যাডিটিভস/মেডিসিন, অ্যাকুয়াকালচার পণ্য বাজারজাতকরণের কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা : ১০টি পদের নাম : ফ্যাক্টরি ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) ডিগ্রিধারী হতে হবে। খ. ফ্যাক্টরি পরিচালনার ক্ষেত্রে ৫-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা : ২টি আবেদনের ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেড, বাড়ি নং ১২, রোড নং-২৫, সেক্টর ৭, উত্তরা, ঢাকা-১২৩০আবেদনের শেষ তারিখ : ৭ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৭ মে ২০১৫প্রতিষ্ঠানে নাম : সীমা অটোমেটিক রি রোলিং মিলস লিমিটেড পদের নাম : সহকারী ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর/এমবিএবয়স : অনূর্ধ্ব ৩৫ বছর অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং স্ব স্ব এলাকায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম : অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর/এমবিএবয়স : অনূর্ধ্ব ৩৫ বছর অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং স্ব স্ব এলাকায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের ঠিকানা : উর্ধ্বতন নির্বাহী, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সাধারণ বীমা ভবন, ১৩ শেখ মুজিব রোড, চৌমুহনী, চট্টগ্রাম।আবেদনের শেষ তারিখ : ১১ জুন ২০১৫ সূত্র : প্রথম আলো, ২৭ মে ২০১৫প্রতিষ্ঠানের নাম : ওমেরা সিলিন্ডার লিমিটেড পদের নাম : অপারেটর শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি/এসএসসি। অভিজ্ঞতা : ৮-১০ বছর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম : অ্যাসিস্টেন্ট অপারেটর, স্টিল প্লিটিং প্লান্ট শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি/এসএসসি। অভিজ্ঞতা : ৮-১০ বছর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম : ইলেকট্রিক্যাল পেল্পার, স্টিল প্লিটিং প্লান্ট শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি/এসএসসি। অভিজ্ঞতা : ইলেকট্রিক্যাল পেল্পার, স্টিল প্লিটিং প্লান্ট ২-৩ বছর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম : ফর্কলিফ্ট অপারেটর শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি/এসএসসি। অভিজ্ঞতা : ফর্কলিফ্ট অপারেটর কাজে ২-৩ বছর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ঠিকানা: ওমেরা হাউজ, এস ডব্লিউ (বি) ১৬, রোড-০৯, গুলশান-০১, ঢাকা-১২১২আবেদনের শেষ তারিখ : ৩ জুন ২০১৫ সূত্র : প্রথম আলো, ২৭ মে ২০১৫প্রতিষ্ঠানে নাম : সমবায় অধিদপ্তর পদের নাম : ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। বেতন : ৯, ১৮০/-পদের নাম : অফিস সহকারী পদ সংখ্যা : ০২বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাশ। শারীরিকভাবে সক্ষম বেতন : ৮,০২০/-পদের নাম : নৈশ প্রহরী পদ সংখ্যা : ০২বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। শারীরিকভাবে সক্ষম বেতন : ৮,০২০/-পদের নাম : কুক পদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনুর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : রান্না ও পরিবেশনায় অভিজ্ঞতাসহ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বেতন : ৮,০২০/-পদের নাম : সহকারী কুক পদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : রান্না ও পরিবেশনায় অভিজ্ঞতাসহ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বেতন : ৮,০২০/-পদের নাম : ম্যাট পদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : রান্না ও পরিবেশনায় অভিজ্ঞতাসহ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বেতন : ৮,০২০/-পদের নাম : পাম্প অপারেটর পদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : পাম্প চালনায় কাজে অভিজ্ঞতাসহ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বেতন : ৮,০২০/-পদের নাম : ঝাড়ুদার পদ সংখ্যা : ০২বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। সুইপার সম্প্রদায়ের লোকদের অগ্রধিকার দেওয়া হবে। বেতন : ৮,০২০/-পদের নাম : মালিপদ সংখ্যা : ০১বয়সসীমা : সর্বনিম্ন ১৮-অনূর্ধ্ব ৩০ বৎসর শিক্ষাগত যোগ্যতা : বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতাসহ ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বেতন : ৮,০২০/-আবেদনের ঠিকানা : নিয়ন্ত্রক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, সমবায় ভবন, আগারগাঁও সিভিক সেক্টর, শেরে বাংলা নগর, ঢাকা আবেদনের শেষ তারিখ : ১৪ জুন ২০১৫ সূত্র : সমকাল, ২৭ মে ২০১৫ প্রতিষ্ঠানে নাম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়পদের নাম : সেফটিনেট প্রোগ্রামার সুপারভাইজার পদ সংখ্যা : ১৪টিবেতন স্কেল : ১৫,০০০/-শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যে কোন বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স : ৩২ বছর পদের নাম : সেফটিনেট প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্টপদ সংখ্যা : ১৫৯টি বেতন স্কেল : ১৫,০০০/-শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যে কোন বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স : ৩২ বছর আবেদনের ঠিকানা : অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প বিভাগ, কক্ষ নং ১৬১১, ভবন নং ০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আবেদনের শেষ তারিখ : ১৫ জুন ২০১৫ সূত্র : ইত্তেফাক, ২৭ মে ২০১৫ প্রতিষ্ঠানে নাম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়পদের নাম : হিসাবরক্ষক পদ সংখ্যা : ১টিবেতন স্কেল : ৫,৫০০-১২,০৯৫/-শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট হিসাব রক্ষক কাজে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কনসালটেন্টকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স : ৩২ বছর পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : ২টিবেতন স্কেল : ৪,৫০০-৯,০৯৫/-শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি/স্নাতক ডিগ্রি। চমৎকার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতা ভালো থাকতে হবে। বয়স : ৩২ বছর আবেদনের ঠিকানা : অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প বিভাগ, কক্ষ নং ১৬১১, ভবন নং ০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আবেদনের শেষ তারিখ : ১৫ জুন ২০১৫ সূত্র : ইত্তেফাক, ২৭ মে ২০১৫ প্রতিষ্ঠানে নাম : কাজী ফার্মস পদের নাম : ডে কেয়ার সহকারী (মহিলা) যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ঠিকানা : মানব সম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি নং-৩৫, (১১ তলা), রোড নং-২, ধানমন্ডি, ঢাকা ১২০৫ আবেদনের শেষ তারিখ : ৩ জুন ২০১৫ সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ মে ২০১৫ প্রতিষ্ঠানে নাম : প্রাণ-আরএফএল গ্রুপ পদের নাম : সেলস রিপ্রেজন্টেটিভ (এস আর) যোগ্যতা ও শর্তাবলী :স্নাতক/উচ্চ মাধ্যমিক পাস। (ন্যূনতম জিপিএ ২.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে)। বয়স : কমপক্ষে ১৮ থেকে ৩২ বছর । বিক্রয় বিভাগে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বসয় ৩৫ পর্যন্ত শিথিলযোগ্য।অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস গ্রহণযোগ্য। উচ্চতা ও শারীরিক গঠন : ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সফলতার সঙ্গে শিক্ষনবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যে কোন জেলায় এবং যে কোন সেলস টিমে কাজ করার মাসনিকতা থাকতে হবে। পরীক্ষার স্থান ও তারিখ : ঢাকা : প্রাণ সেলস সেন্টারস্থান : হোসেন মার্কেট (৪র্থ তলা) প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২তারিখ : ২, ৯, ১৬, ২৩, ৩০ জুন এবং ৭ জুলাই ২০১৫ চট্টগ্রাম : প্রাণ সেলস অফিস স্থান : উত্তর খুলশী, রোড-১, বাড়ি-৪, ওসমান ভিলা, চট্টগ্রামতারিখ : ১ এবং ১৭ জুন ২০১৫ কুমিল্লা : প্রাণ সেলস অফিস স্থান : প্রাণ ডিপো (পল্লীবিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন)পাদুকা বাজার বিশ্বরোড, কুমিল্লাতারিখ : ২, ১৮ জুন এবং ২ জুলাই ২০১৫ ময়মনসিংহ : প্রাণ সেলস অফিস স্থান : সুগন্ধা আবাসিক এলাকা, (লিবার্টি হাসপাতালের পরের গলি), মাসকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহতারিখ : ৪ জুন ২০১৫ মৌলভীবাজার : প্রাণ সেলস অফিস স্থান : ইউসুফ ভবন, সিলেট রোড, (অগ্রণী ব্যাংকের পাশ), মৌলভীবাজার তারিখ : ৭ জুন ও ৫ জুলাই ২০১৫ ফরিদপুর : প্রাণ সেলস অফিস স্থান : জাহাঙ্গীর ভিলা (নিরাময় হাসপাতাল সংলগ্ন) ফরিদপুর সদর, ফরিদপুর তারিখ : ১৩, ২৭ জুন ২০১৫ সিলেট : প্রাণ সেলস অফিস স্থান : বাড়ি নং-১৮, ব্লক-সি, শাহজালাল উপশহর মেইনরোড, সিলেট, তারিখ : ৬ ও ২০ জুন এবং ৪ জুলাই ২০১৫ বরিশাল : প্রাণ সেলস অফিস স্থান : তন্ময় কমিউনিট সেন্টার, (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন) সিঅ্যান্ডবি রোড, বরিশাল। তারিখ : ১১ ও ২৮ জুন ২০১৫ হবিগঞ্জ : প্রাণ-আরএফএল পাবলিক স্কুলস্থান : (হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক), অলিপুর, শাহ্হাজীবাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জতারিখ : ২১ জুন ২০১৫ উল্লেখিত স্থানগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টায় উপস্থিত থাকতে হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ মে ২০১৫এসএইচএস/পিআর
Advertisement