অনেক নাটকের অবসান ঘটিয়ে ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। কোচিংয়ের দায়িত্ব নেয়ার পরই টেস্ট র্যাংকিংয়ের শীর্ষেই পেলেন ভারতকে। তার প্রথম মিশন শ্রীলঙ্কায়।
Advertisement
ভারতীয় দল নিয়ে এখন শ্রীলঙ্কায় রয়েছেন শাস্ত্রী। লঙ্কা সফরে তিনটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টটি মাঠে গড়াবে আগামীকাল বুধবার, গলে। শাস্ত্রী চাইবেন, জয় দিয়েই তার মিশন শুরু করতে।
এবার প্রশ্ন হচ্ছে, ভারতকে টেস্ট র্যাংকিংয়ের চূড়ায় রাখতে পারবেন তো শাস্ত্রী? তবে র্যাংকিং নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইলেন না। পূর্বসূরী অনিল কুম্বলের রেখা যাওয়া অবস্থানটা ধরে রাখাই যে শাস্ত্রীর লক্ষ্য, এটা বলা বাহুল্য। সেজন্য ভালো এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না ভারতের নতুন এই কোচ।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারানো ভারত দলের সবাই এখন আত্মবিশ্বাসী। শাস্ত্রীর ভাষায়, ‘ছেলেরা তাদের কাজটা ভালোভাবেই করে যাচ্ছে। তারা পেশাদার ক্রিকেটার। মাঠে পিছিয়ে পড়লেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা জানে। আমার কাজ হচ্ছে ছেলেদের থেকে সেরাটা বের করে নিয়ে আসা এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে পথ দেখানো।’
Advertisement
এনইউ/পিআর