জোকস

আজকের জোকস : বসতে দিলে আমি দেখাবো

আজকের জোকস : বসতে দিলে আমি দেখাবো

বসতে দিলে আমি দেখাবো

Advertisement

এক নারী বাসে সিট না পেয়ে বলছে– 

নারী : আমাকে যদি সিটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা হয়েছিল।

সঙ্গে সঙ্গে কিছু ছেলে সিটে জায়গা করে দিলো। নারীটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে– 

Advertisement

ছেলে : এখন দেখাবেন কি, আপনার অপারেশনটি কোথায় হয়েছিল?

বাস একটি হাসপাতালের কাছে এলে নারীটি সঙ্গে সঙ্গে বলে উঠলো–  

নারী : ওই তো, ওখানেই হয়েছিল।

****

Advertisement

মেয়েটির বেডরুমে গেলাম

কার্তিক একবার আমেরিকা ঘুরে এসে গল্প করছে। একসময় সে বন্ধুদের বলল– 

কার্তিক : ইন্ডিয়াতে যা হয়নি, আমেরিকাতে তা-ই হলো।

বন্ধু : কি হলো?

কার্তিক : এক আমেরিকান মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।

বন্ধু : কি হলো আর?

কার্তিক : মেয়েটি কিছুই বলল না। তারপর আমি মেয়েটির সঙ্গে তার বাসায় গেলাম। আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।

বন্ধু : কি, কি হলো?

কার্তিক : মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম। আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।

বন্ধু : আর কি হলো, বলো না?

কার্তিক : মেয়েটি কিছুই বললো না। তার স্বামী এলো। আর…

বন্ধু : আর? আর কি হলো?

কার্তিক : আর কি হবে? ইন্ডিয়াতে যা হয়, তা-ই হলো। ইচ্ছামতো পেটালো।

****

রাজা জঙ্গলে পৌঁছলো

বল্টু এখন পাগলা গারদে। চিকিৎসক বল্টুকে বলছে–

চিকিৎসক : এইটা কি?

বল্টু : এইটা একটা ৫শ’ পেইজের বই, আমি লিখেছি।

চিকিৎসক : ৫শ’ পেজে তুমি কি লিখেছো?

বল্টু : প্রথম পেজে লিখছি– এক রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওনা দিল। আর শেষ পেজে লিখছি–রাজা জঙ্গলে পৌঁছলো!

চিকিৎসক : আর বাকি ৪৯৮ পেজে কি লিখছো?

বল্টু : টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক, টিগ ডিক!

এসইউ/পিআর