রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আবার জিতেছেন স্প্যানিশ লা লিগাও। বড় দুটি শিরোপা জয়ের পর ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা বলার অপেক্ষা রাখে না।
Advertisement
তবে ভোটাভুটির ব্যাপারটাও থেকে যায়। সেক্ষেত্রে ব্যালন ডি'অর জয়ে লড়াইটা হবে কাদের মধ্যে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের। দৌড়ে এগিয়ে থাকা রোনালদো কী ভাবছেন? তিনি এবার চার ফুটবলারের সঙ্গে নিজের লড়াইটা দেখছেন।
সেই চার ফুটবলার কারা? বার্সেলোনার দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি, আর জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ব্যালন ডি'অর লড়াইয়ে এই চার প্রতিদ্বন্দ্বীকে দেখছেন রোনালদো।
তবে এবারও মেসির সঙ্গে লড়াইটা বেশি হবে। স্বীকার করে রোনালদো বলেন, ‘অবশ্যই সব সময়ই দুজনের মধ্যে (আমি এবং মেসি) লড়াইটা হয়ে আসছে। এবারও হয়তো...। তবে আমি মনে করি, লড়াইয়ে থাকছে নেইমার, লেভানদোস্কি, হিগুয়াইনও।’
Advertisement
এনইউ/পিআর