বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এক সময়ে দিল্লীকে বিশ্বের মধ্যে ধর্ষণের নগরী হিসেবে উল্ল্যেখ করা হলেও বর্তমানে ঢাকা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, এটা বাংলাদেশের জন্য চরম মাত্রায় মানবিক বিপর্যয়। এর প্রতিবাদে বিপ্লব হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সরকারও এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।দেশে গণতন্ত্রের সংকট চলছে উল্ল্যেখ করে মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে জাতি সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এ বিপর্যয় কাটিয়ে উঠতে সংগ্রাম অব্যহত রাখতে হবে। সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি। তিনি আরো বলেন, যত খারাপ অবস্থাই হোক না কেন জিয়াউর রহমান যে দল সৃষ্টি করেছেন সেখানে হতাশা কাজ করতে পারে না। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, বেঁচে থাকার অধিকারই মানবাধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার। কিন্ত আজ সাগরে মানুষ ভাসছে। এভাবে চলতে পারে না। সাগরে ভাসমান লোকদেরকে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। মহিলা দলের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ। এমএম/এএইচ/পিআর
Advertisement