আইপিএলের দশম আসরে তার ব্যাটে ঝড় উঠেছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই খেলেছিলেন ৪১ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৮টি ছক্কায়। এতেই বোধগম্য যে, কতটা বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন!
Advertisement
ব্যাট হাতে ঝড় তুলতে পারদর্শী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটান্স। ওপেনিংয়ে তার ওপরই হয়তো ভরসা করতে চাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিস্ফোরক’ লিনকে পাবে তো মাহমুদউল্লাহর খুলনা?
আইপিএলে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান লিন। কাঁধের চোট ভোগাচ্ছে তাকে। চোট পুরোপুরি সারতে অস্ত্রোপচার করাতে হবে লিনের। তাই কাঁধে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন এই অসি ক্রিকেটার!
এরপর পুনর্বাসন কাটিয়ে মাঠে ফিরতে লিনের বেশ সময় লাগবে। জানা গেছে, এ বছর আর মাঠে ফিরতে পারছেন না তিনি। আর বিপিএল শুরু নভেম্বরে। তাই বিপিএলে লিনকে নাও পাওয়া যেতে পারে।
Advertisement
এনইউ/এমএস