জাতীয়

সৌদি আরব পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। সোমবার সৌদি সময় বেলা ১১টা ১২ মিনিট ও বাংলাদেশ সময় বেলা ২টা ১২ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের রানওয়েতে নামে ফ্লাইটটি।

Advertisement

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট স্ট্যাটস বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ জানায়, বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে বাংলাদেশি রাষ্ট্রদূত ছাড়াও সৌদি সিভিল এভিয়েশনের বিভিন্ন কর্মকর্তাসহ দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ (বিজি-১০১১) ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

Advertisement

এআর/জেডএ/পিআর